ধরা পড়ল ‘কালো মাকড়সা’
আসল নাম ইসমাইল খান। কিন্তু সিন্ডিকেটের সবাই তাকে ডাকে ‘কালো মাকড়সা’ বলে। কারণ মুহূর্তেই সে বেয়ে উঠতে পারে কয়েক তলা ভবন। না, সিঁড়ি বেয়ে নয়, যেকোনো ভবনের সানসেট বা পাইপ ধরে মাকড়সার মতো তরতর করে বেয়ে ওঠে ওপরে। সময় নেয় দুই-এক মিনিট। তারপর বিশেষ কায়দায় কেটে ফেলে গ্রিল। বাসায় ঢুকে বেছে…